শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিসের লাঠিচার্জে আহত বেশ কয়েকজন লাল-হলুদ সমর্থক

News Sundarban.com :
সেপ্টেম্বর ৯, ২০১৯
news-image

ঘরোয়া লিগে পিয়ারলেসের কাছে হার। ক্রোমার গোলে আলেসান্দ্রোর দল হারতেই অগ্নিগর্ভ ইস্টবেঙ্গল মাঠ। কোলাডোরা হারতেই উত্তেজনা ছড়াল গ্যালারিতে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হল পুলিসকে। পুলিসের লাঠিচার্জে আহত বেশ কয়েকজন লাল-হলুদ সমর্থক।

ঘরোয়া লিগে ফের হার ইস্টবেঙ্গলের। পিয়ারলেসের কাছে হেরে লিগের খেতাবি দৌড়ে আরও পিছিয়ে পরল লাল-হলুদ ব্রিগেড। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল ক্রোমার। ফের একবার মাঝমাঠ ডোবালো আলেসান্দ্রোকে। মরশুমের সম্ভবত সবচেয়ে জঘন্য ম্যাচ খেললেন বোরজা-রা। স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। প্রতি ম্যাচেই দলে পরিবর্তন করেন স্প্যানিশ কোচ। সোমবারও চাপে পড়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামাতে হল কোলাডো আর বিদ্যাসাগরকে। বক্সে পঙ্কজকে ফাউল করলে পেনাল্টি পায় পিয়ারলেস। গোল করতে কোনও ভুল করেননি ক্রোমা। তবে রালতের দুরন্ত সেভ আর পোস্ট বড় লজ্জার হাত থেকে বাঁচায় ইস্টবেঙ্গলকে। মোহনবাগানকে সরিয়ে লিগের শীর্ষে এখন পিয়ারলেস।