শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩টি বাঙালি অরাজনৈতিক সংগঠন ধরনা কর্মসূচি দিল্লির যন্তর মন্তরে

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০১৯
news-image

আসাম রাজ্যে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়ার প্রতিবাদে ১৩টি বাঙালি অরাজনৈতিক সংগঠন ধরনা কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তরে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক এনআরসি থেকে বাদ পড়া বাঙালি। খবর যুগশঙ্খের।

কর্মসূচিতে অল বেঙ্গলি স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি শ্রী চন্দন চ্যাটার্জী বলেন, খাতা-কলমে ১৯ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়া না হলেও সংখ্যাটা আসলে ২৬ লাখ। যার মধ্যে আছেন ১২ লাখ বাঙালি। আমরা এই ১২ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এতদিন ধরে যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মেনে এসেছেন, যারা এই দেশকেই মাতৃভূমি ভাবেন তাদের আজ হঠাৎ করে দেশ ছেড়ে দিতে বলা হলো। ভিটেমাটি হারিয়ে এরা কোথায় যাবে? সরকার সেই বিষয়ে কিছু স্পষ্ট করে না জানিয়েই এতগুলো মানুষের জীবনকে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি বলেন, কারও ৮৫ বছরের বৃদ্ধ বাবা বা কারও তিন সন্তানের জননী বা চার ভাইয়ের একমাত্র বোনের নাম ওঠেনি নাগরিকপঞ্জিতে। এসব পরিবারের একটিমাত্র মানুষ কোথায় আশ্রয় নেবে? আমাদের প্রতিবাদ এর বিরুদ্ধে।

তিনি ভবিষ্যতে আসাম এবং ত্রিপুরা জুড়ে আরও বড় আন্দোলন গড়ে তোলার ডাক দেন।