বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চতুর্থ টেস্টে আলোচনার মূলে রয়েছেন স্টিভেন স্মিথ

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০১৯
news-image

ম্যানচেস্টারে এখন অ্যাশেজের চতুর্থ টেস্টে আলোচনার মূলে রয়েছেন স্টিভেন স্মিথ। ডাবল সেঞ্চুরি করে আউট হয়েছেন। ২১১ রানের ইনিংস। সিরিজ এখনও ১-১ এ রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচে অবিশ্বাস্য খেলছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া এই টেস্টে ৮ উইকেটে ৪৯৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ইংল্যান্ড ১ উইকেটে ২৩ রান তুলে দিন দ্বিতীয় শেষ করেছে।

স্মিথ অ্যাশেজ সিরিজে ১৪৪, ১৪২, ৯২ ও ২১১ রান করলেন। প্রথম টেস্টে ২টি সেঞ্চুরিও ছিল। এই সিরিজে এখনই ৩ ম্যাচে ৪ ইনিংসে ৫৮৯ রান হয়ে গেছে। আর রেকর্ডের বইয়ে তো প্রবেশ করেছেনই। ২১১ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩১৯ বলে। ২৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা রয়েছে অবশ্য। স্ট্রাইক রেট ৬৬.১৪। অ্যাশেজের ৪টি ইনিংসেই ৫০ এর অধিক রান।

টেস্টে এটা স্মিথের তৃতীয় ডাবল সেঞ্চুরি। মজার ব্যাপার হচ্ছে ৩টিই অ্যাশেজে। ২০১৫ সালে লর্ডসে, ২০১৭ তে পার্থে, আর এই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয়টি চলে আসল।