শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়ায় ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা করল মোদী সরকার

News Sundarban.com :
সেপ্টেম্বর ৫, ২০১৯
news-image

রাশিয়ার পূর্বাঞ্চলের উন্নতির জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা করল মোদী সরকার। পূর্বাঞ্চলের অর্থনৈতিক ফোরামে এদিন প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ঋণদানের ঘোষণা করে নরেন্দ্র মোদী বলেন, ”অ্যাক্ট ফার ইস্ট’ নীতি এখান সূচনা হল।”

রাশিয়ার পূর্ব প্রান্ত অর্থাত্ পূর্ব সাইবেরিয়ার বৈকাল লেক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এলাকা। রাশিয়ার সীমান্তে রয়েছে মঙ্গোলিয়া, চিন ও কোরিয়া। আর জলের ওপারে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। ফলে কূটনৈতিকভাবে অঞ্চলটি অতীব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন,”ভ্লাডিভসটকে একমাত্র ভারতের দূতাবাস রয়েছে। সোভিয়েতের সময়েও রাশিয়ার একাংশে বিদেশিদের ছিল নিষিদ্ধ। কিন্তু ভারতীয়রা অনায়সে যেতে পারতেন।”

রাশিয়ার পূর্ব প্রান্তে তেল, গ্যাসে বিনিয়োগের সুযোগ কাজে লাগানো যেতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়,”ওই এলাকাটির সুফল পেতে পারে ভারত।” রাশিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করে মোদী বলেন, বরফে ঢাকা রাশিয়াকে ফুলের দেশে পরিণত করেছেন পুতিন।