বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আসামকে ’প্রোটেক্টেড এরিয়া’ ঘোষণা করা হয়নি :স্বরাষ্ট্র মন্ত্রণালয়

News Sundarban.com :
সেপ্টেম্বর ৫, ২০১৯
news-image

আসামকে ‘প্রোটেক্টেড এরিয়া’ ঘোষণা করা সংক্রান্ত যে খবর গণমাধ্যমে এসেছে তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার বিকেলে নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।

এর আগে এদিন দুপুরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে আসামকে ‘প্রোটেক্টেড এরিয়া’ ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। আর আসামকে ’প্রোটেক্টেড এরিয়া’ ঘোষণা করার ফলে সেখানে কোনো বিদেশি সাংবাদিক বিনা অনুমতিতে পা রাখতে পারবেন না বলেও দাবি করা হয়।

তবে বিকেলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আসামকে ’প্রোটেক্টেড এরিয়া’ ঘোষণা করা হয়নি। এ সংক্রান্ত যেসব খবর গণমাধ্যমে আসছে তা মিথ্যা।

এছাড়া আসামে বিদেশি সাংবাদিকদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।