পাঞ্জাবে বাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

পাঞ্জাবে বাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে রাজ্যটির গুরদাসপুরের বাটালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবদেনে বলা হয়েছে।
দুর্ঘটনার পর কারখানাটির ভেতরে আটকা পড়েছেন বহু মানুষ। গুরদাসপুরের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এসময় কারখানার পাশাপাশি আশপাশের বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, উদ্ধারকার্য শুরু হয়েছে। জেলার কালেক্টর ও সিনিয়র পুলিশ সুপারিটেন্ডেন্ট উদ্ধারকাজ পর্যবেক্ষণ করছেন।
এক টুইট বার্তায় এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন গুরুদাসপুরের এমপি সানি দেওল। তিনি বলেন, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।