চড়া মেজাজে কথা বলেন সঞ্জয় বাঙ্গার

রিবিয়ান সফরে জাতীয় নির্বাচক দেবাং গান্ধীর সঙ্গে নাকি উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ক্যারিবিয়ান সফর চলাকালীনই চাকরি খোয়ানোর খবর পান সঞ্জয় বাঙ্গার। আর তাতেই মেজাজ হারান বাঙ্গার, সূত্রের খবর এমনই। পাঁচ বছর ধরে কোহলিদের সংসারে ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন তিনি। বাঙ্গারকে সরিয়ে বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচের পদে বেছে নেন নির্বাচকরা। সূত্রের খবর, ক্যারিবিয়ান সফরের মাঝে একদিন সন্ধেবেলায় দেবাং গান্ধীর ঘরে গিয়ে নির্বাচকদের ভূমিকা নিয়ে চড়া মেজাজে কথা বলেন সঞ্জয় বাঙ্গার।