নাদালের জন্য গলা ফাটাতে এদিন ফ্লাশিং মিডোয় হাজির ছিলেন টাইগার

কিংবদন্তি গলফার টাইগার উডসের সামনে ঝলক দেখালেন রাফায়েল নাদাল। মারিন চিলিচকে চার সেটের লড়াইয়ে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন স্প্যানিশ টেনিস তারকা।
ইউএস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে মারিন চিলিচকে ৬-৩, ৩-৬, ৬-১, ৬-২ গেমে হারিয়ে শেষ আটে পৌঁছে গেলেন ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক। নাদালের জন্য গলা ফাটাতে এদিন ফ্লাশিং মিডোয় হাজির ছিলেন টাইগার।
গলফের কিংবদন্তি তারকাকে সবসময়ই নিজের অনুপ্রেরণা হিসেবে দেখে এসেছেন নাদাল। সেই উডসের সামনেই জ্বলে উঠলেন রাফা। রাফার ব্যাকহ্যান্ড উইনার্স দেখে তো দাঁড়িয়ে কুর্নিশ জানালেন উডস।