বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

উপত্যকার মানুষের স্বাধীনতা শেষ হয়ে গিয়েছে : হিজবুল মুজাহিদিনের

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৯
news-image

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে উপত্যকা। নিরাপত্তা বাহিনীর কড়া নজরবন্দির মধ্যেই রাস্তায় বের হচ্ছেন মানুষজন। দোকানপাট অল্পবিস্তর খুলছে। এর মধ্যেই নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে কোণঠাসা জঙ্গিরা।

সোপোরে এলাকার দোকানদারদের হুমকি দিচ্ছে জঙ্গিরা। হিজবুল মুজাহিদিনের হুমকি, দোকান খোলা যাবে না। গাড়ি বাইরে বের করতে নিষেধ করা হচ্ছে এলাকার ট্যাক্সি চালকদের।

উপত্যকায় ৩৭০ ধারা বিলোপের কয়েকদিন পরই শ্রীনগর সহ কাশ্মীরের সব জেলায় স্কুল খোলার নির্দেশ দিয়েছিল প্রশাসন। সেই নির্দেশের পরও বহু স্কুল খোলেনি। কিছু স্কুল খুললেও সেখানে কোনও পড়ুয়া বা শিক্ষককে আসতে দেখা যায়নি। সোপোরে বিষয়টি একেবারে অন্যরকম। সেখানে স্কুলগুলিকেও হুমকি দিচ্ছে এলাকার হিজবুল জঙ্গিরা। তাদের স্কুল বন্ধ রাখতে বলা হচ্ছে, রাস্তায় বের হতে নিষেধ করা হচ্ছে মেয়েদের।

হিজবুল মুজাহিদিনের তরফে এক হুমকি চিঠিতে বলা হয়েছে, উপত্যকার মানুষের স্বাধীনতা শেষ হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে জোরদার লড়াইয়ের প্রয়োজন। এলাকার যেসব মানুষ দোকান খোলা রাখছেন তারা মানুষের ভাবাবেগে আঘাত করছেন। এদের প্রতি আমাদের শেষ হুশিয়ারি, এরকম করলে এবার আর পায়ে গুলি নয়, সরাসরি মাথাতেই গুলি করা হবে।