ম্যাক্সওয়েল যাকে বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে তার নাম ভিনি রমন

ভালোবাসা কোনো কাঁটাতারের বেড়া মানে না; এর আগে প্রমাণ দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও হাসান আলি। অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটও বিয়ে করেছিলেন এক ভারতীয় নারীকে। এবার তাদের দলে নাম লেখাতে যাচ্ছেন আরেক অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
শোয়েব বিয়ে করেছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে। হাসান আলির স্ত্রী শামিয়া আরজু হরিয়ানার এক বিমান ইঞ্জিনিয়ারের মেয়ে। শনের স্ত্রীর নাম মাসুম সিং। তাদের বিয়ে হয় ২০১৪ সালে। ম্যাক্সওয়েল যাকে বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে তার নাম ভিনি রমন।
ম্যাক্স-ভিনির প্রেম নাকি অনেক দিনের! বিয়ের ব্যাপারে এখনও কোনো কথা না বললেও দুজন নিয়মিত ডেট করছেন তা ভারত ও অস্ট্রেলিয়ার গণমাধ্যমে চাউর হয়েছে।
ইতিমধ্যে রমন সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাক্স তার প্রেমিকার সঙ্গে ডেটিংয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। একটি-দুটি নয়, বেশ কিছু ছবি। এটিই জানান দেয়, ভারতের জামাই হতে পারেন অজি তারকা।