শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলায় মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৩, ২০১৯
news-image

মহিলা শাসকের বাংলায় মহিলাদের জন্য বড় ঘোষণা হয়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবার থেকে পরিবারের মহিলা সদস্যদের নামেই হবে স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড। শুক্রবার তারকেশ্বরের মাটি উৎসেবর মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিবারের প্রধান পুরুষরা নন, মহিলারা।

তিনি বলে দেন, মহিলারা শুধু একটা পরিবারের প্রধান নয়, তাঁরা দুটো পরিবারের মধ্যে যোগসূত্র তৈরি করে। তাই অন্তত স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে তাঁদেরকেই প্রধান হিসেবে গণ্য করা হচ্ছে। সেহেতু এবার থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের নামেই হবে স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড। এবার থেকে মহিলাদের নামে কার্ড ইস্যু হবে।

ওই কার্ড ব্যবহার করে মহিলার স্বামী, ছেলে-মেয়ে, শ্বশুর-শাশুড়ি চিকিৎসা করাতে পারবেন। একইসঙ্গে ওই মহিলা তাঁর নিজের বাবা-মায়ের চিকিৎসাও করাতে পারবেন। মুখ্যমন্ত্রী এদিন ফের জানিয়েছেন, সাধারণ অসুখে দেড় লক্ষ টাকা এবং ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার পরিষেবা পাবেন ওই কার্ড থেকে।