প্রেমিককে নিয়ে সুস্মিতা সেন কলকাতার এক দামী রেস্তোরাঁয়

২৭ বছর বয়সী র্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে ৪৩ বছরের সুস্মিতা সেনের প্রেম নিয়ে বিটাউনে এখন আলোচনা তুঙ্গে। ক’দিন আগে সুস্মিতা সেনের জন্মদিনে রোহমান শোল তার ইনস্টাগ্রামে সুস্মিতা সেনের একটি ঘনিষ্ট ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেখো, আজ কার জন্মদিন! হ্যাপি বার্থডে আমার জান।’
এরপর গত ১৪ জানুয়ারি রোহমান শলকে বাংলায় ভালোবাসা নিবেদন করতে দেখা যায়। রোহমান বললেন, ‘আমি তুমাকে বালোবাসি।’ এ সময় সুস্মিতা সেন বললেন, ‘হচ্ছে না। খুব খারাপ।’ তারপর বাধ্য ছাত্রের মতো দ্রুত শুদ্ধ করে রোহমান শল বলে ফেলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ এবার জানা গেছে, প্রেমিককে নিয়ে নিজ শহর কলকাতায় যান সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন।
এনডিটিভি জানায়, এই বলিউড সুন্দরী সম্প্রতি রোহমান শলের সঙ্গে ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, প্রেমিককে নিয়ে সুস্মিতা সেন কলকাতার এক দামী রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যান। এসময় রোহমান শল ছাড়াও সুস্মিতার সঙ্গে তার বাবাকেও দেখা গেছে। প্রেমিককে নিয়ে কলকাতার এক নামি রেস্তোরাঁয় রাতের খাবারে সুস্মিতা সেন – ইনস্টাগ্রাম
সুস্মিতা পোস্টের সঙ্গে লিখেছেন, ‘কলকাতায় এই ডিনার আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’ এর পাশাপাশি তিনি সেই রেস্তোরাঁর শেফের প্রশংসাও করেছেন।
সুস্মিতার পোস্ট করা ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তবে পর্দায় সুস্মিতাকে নিয়মিত না দেখা গেলেও, নানা কারণে নিজেকে সবসময় আলোচনায় রেখেছেন তিনি।