উদ্বাস্তুদের অধিকারের পক্ষে সরব হলেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক উদ্বাস্তু দিবসে আরও একবার উদ্বাস্তুদের অধিকারের পক্ষে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর টুইট, ‘সমস্ত উদ্বাস্তুকে আশ্রয় দিতে তৈরি বাংলা।’
NRC দ্বন্দ্ব থিতিয়ে গেলেও এদিন মমতার এই টুইটের তাত্পর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, NRC-কে হাতিয়ার করে অসমের পঞ্চায়েত নির্বাচনের ময়দানে গো-হার হারলেও হাল ছাড়তে নারাজ নন তৃণমূলনেত্রী। আন্তর্জাতিক উদ্বাস্তু দিবসকে উপলক্ষ করে ফের একবার সেই বার্তা দিলেন তিনি।
গত জুলাইয়ে অসমে প্রকাশিত হয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া। তাতে প্রায় ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বিরোধী দলগুলির দাবি, মুসলিমদের দেশছাড়া করতে পরিকল্পিতভাবে তাদের নাম বাদ দিয়েছে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারগুলি।