লক্ষ্মণের সেই স্পেশাল ইনিংসটাই নাকি তাঁর কেরিয়ারকে বাঁচিয়ে দিয়েছিলঃসৌরভ

২০০১ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভিএস লক্ষ্মণের ২৮১ রানের ইনিংস আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বমহিমায় জ্বলজ্বল করছে। ক্রিকেটের নন্দনকাননে ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণের সেই স্পেশাল ইনিংসটাই নাকি তাঁর কেরিয়ারকে বাঁচিয়ে দিয়েছিল। বুধবার প্রকাশ্যে বলেই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
২০০১ সালে ম্যাচ গড়াপেটায় জেরবার ভারতীয় ক্রিকেটের গৌরর ফিরিয়ে আনার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন সৌরভ। ভারতীয় দলের নেতৃত্ব তখন সৌরভ। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া তখন দুরন্ত ফর্মে। ভারত সফরে মুম্বইয়ে প্রথম টেস্ট জিতে ছুটে চলেছে ওয়ার অশ্বমেধের ঘোড়া। টানা ১৬ টেস্ট জিতে আসা স্টিভের ঘোড়া থামান সেই সৌরভের ভারতই। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্টে ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে লক্ষ্মণের ২৮১ এবং রাহুল দ্রাবিড়ের ১৮০ রান, পঞ্চম উইকেটে ৩৭৬ রানের পার্টনারশিপ, বাকিটা ইতিহাস। ১৭১ রানে টেস্ট জিতে স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া থামিয়ে দেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারত।