শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অযোধ্যায় আজ সুপার সানডে

News Sundarban.com :
নভেম্বর ২৫, ২০১৮
news-image

আরএসএস ও শিবসেনার কর্মসূচিকে ঘিরে আজ যুদ্ধের পরিস্থিতি অযোধ্যায়। রাম মন্দির তৈরির দাবিতে দুদলই আজ বিশাল সংখ্যক কর্মীদের নিয়ে জড়ো হচ্ছে সেখানে। ঠিক যেন ১৯৯২ সালের ছবি। গোলমালের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। এর মধ্যেই অযোধ্যায় বিশ্বের সবচেয়ে উঁচু রাম মূর্তি বসানোর সরকারি ঘোষণা করে দিয়ে হাওয়া আরও গরম করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। সবে মিলিয়ে অযোধ্যায় আজ সুপার সানডে।

শিবসেনা প্রধান আজ বাবরিস্থলে প্রতিষ্ঠিত রামলালা দর্শন করবেন। অন্যদিকে রাম মন্দির প্রতিষ্ঠার দাবিতে আরএসএস আজ ধর্মসভা-র আয়োজন করেছে। ভিএইচপি আগেই ঘোষণা করেছে তাদের এক লাখ লোক আসবে ১৩২২টি বাস, ১৫৪৬টি ছোট গাড়ি, ১৪০০০ বাইক চড়ে। ১৫০০০ লোক আসার কথা ট্রেনে চড়ে। শনিবার সারাদিন শয়ে শয়ে অযোধ্যায় এসেছেন আরএসএস, ভিএইচপি ও শিবসেনা সমর্থকরা। অযোধ্যা জুড়ে এক যুদ্ধকালীন তত্পরতা সৃষ্টি হচ্ছে প্রশাসনে। ১৯৯২ সালে এভাবেই অযোধ্যায় জমায়েত হয়েছিল। ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ।