শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ও ভালো থাকুক। দল একেবারে স্বচ্ছ আছেঃমুখ্যমন্ত্রী

News Sundarban.com :
নভেম্বর ২৩, ২০১৮
news-image

“কোনও ভুল বোঝাবুঝি নেই। ও ভালো থাকুক। দল একেবারে স্বচ্ছ আছে।” বিধানসভায় দাঁড়িয়ে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শোভন চট্টোপাধ্যায়। এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি গৌতম স্যানালের কাছে পদত্যাগপত্র জমা দেন শোভন চট্টোপাধ্যায়। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি। সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায়ের সেই চিঠির ভাষায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই পদত্যাগপত্র গ্রহণের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যও শোভন চট্টোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়।

সেদিন সন্ধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় সরাসরি বলেন, “এর আগে ৪-৫ বার রিজাইন দিয়েছে। কেউ যদি রিজাইন করার ইচ্ছে প্রকাশ করে আমাদের কি করার আছে? বুঝিয়েছিলাম, বোঝেনি, ভেবেছিলাম বুঝবে। আজও ইস্তফা দিয়েছে আমরা গ্রহণ করেছি।”

এরপর বুধবার সারাদিন ধরে জল্পনা চললেও, গতকাল কলকাতার মহানাগরিক হিসেবে ইস্তফা দেননি শোভন চট্টোপাধ্যায়। এদিন সকালে নিরাপত্তারক্ষীর হাত দিয়ে এক লাইনের পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারাপার্সন মালা রায়ের কাছে পাঠান শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে তখন বিধানসভায় পুরনিগম আইনে সংশোধনী পেশ করছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার ভাবী মেয়র ফিরহাদ হাকিম।