আলিয়াকে নিয়ে কেন ডাক্তারের কাছে গেলেন রণবীর?

আলিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন রণবীর কাপুর। এমনই ছবি মঙ্গলবার ধরা পড়েছে পাপারাৎজির ক্যামেরায়। সেশ্যাল সাইটে এই ছবি পোস্ট হওয়ার পরই তা ছড়িয়ে পড়ে। ভক্তদের প্রশ্ন হঠাৎ আলিয়াকে নিয়ে কেন ডাক্তারের কাছে গেলেন রণবীর?
জানা যাচ্ছে, আগামী ছবি ‘ব্রহ্মস্ত্র’র শ্যুটিংয় চলাকালীন মঙ্গলবার রাতে চোট পান আলিয়া। আর সেকারণেই আলিয়াকে নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন রণবীর। ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে রণবীর এখন আলিয়ার প্রতি যথেষ্ঠ যত্নশীল। এদিন ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় আলিয়াকে কিন্তু বেশ মনমরা দেখাচ্ছিল।
প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে সূত্রে খবর, রণবীর আলিয়াকে সম্প্রতি একটি পাঁচতারা হোটল থেকে বের হতে দেখা গেছে। তাঁরা নাকি এখন বেশিরভাগ সময় একান্তে কাটাচ্ছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ‘ব্রহ্মস্ত্র’র শ্যুটিংয়ের সময় রণবীরকে আলিয়াকে নিয়ে একই ক্যারাভ্যানে ঢুকে দরজা বন্ধ করে দিতে দেখা গেছে।