বেঙ্গালুরুতেই বসবে দিপবীরের প্রথম রিসেপশন

রণবীর সিং এবং দীপিকা পাডুকনের বিয়ের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই শুরু হয়ে গেল নব দম্পতির রিসেপশনের তোড়জোড়। ২৮ নভেম্বর রণবীর-দীপিকার প্রথম রিসেপশনের কথা। ওইদিন মুম্বইতেই ‘দিপবীরের’ রিসেপশন হওয়ার কথা থাকলেও, এবার নাকি বেঙ্গালুরুতেই বসবে তাঁদের প্রথম রিসেপশনের আসর।
বেঙ্গালুরুর রিসেপশনের জন্য ‘দিপবীর’ নাকি ইতিমধ্যেই মুম্বই থেকে রওনা দিয়েছেন। মুম্বই বিমানবন্দরে দেখা গেল নব দম্পতিকে। সাদা আনারকলি পড়ে গলায় মঙ্গলসূত্র এবং হাতে চূড়া পড়ে দীপিকা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন পাপারাত্জির উত্সাহ একেবারে তুঙ্গে। অন্যদিকে রণবীর সিং-কেও লাগছিল একেবারে অন্যরকম। সাদা শেরওয়ানির উপর জ্যাকেট চাপিয়ে দীপিকার হাত ধরে ‘বাজিরাও’ হাজির হলে, ক্যামেরার ফ্ল্যাশ পড়তে শুরু করে। শুধু তাই নয়, পাপারাত্জির অনুরোধে নতুন বউ-এর হাতে ধরে রণবীরকে এক এক সময় এক একরকম পোজ দিতে হয়।