মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

নওয়াজ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে একাধিকবার জোর করেন

News Sundarban.com :
নভেম্বর ১২, ২০১৮
news-image

সম্প্রতি #মিটু আন্দোলনে অংশ নিয়ে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন সাবেক মিস ইন্ডিয়া নিহারিকা সিং। নওয়াজের এই বিব্রতকর পরিস্থিতির সময়ে তার পাশে দাঁড়ালেন নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‌’স্যাক্রেড গেমস’ খ্যাত তারকা কুব্ব্রা সাইত।
অভিনেতা নওয়াজউদ্দিন সম্প্রতি ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমর’ নামে তার আত্মজীবনী প্রকাশ করেছেন। যেখানে সুনিতা রাজওয়ার এবং নিহারিকা সিংয়ের নাম উল্লেখ করেন তিনি। তবে এজন্য অনুমতি না নেওয়ার অভিযোগ তুলেছেন নিহারিকা।

#মিটু দিয়ে নিহারিকা লিখেছেন, ‘মিস লাভলি’ ছবির শুটিংয়ের সময় বন্ধুত্বকে অন্য পর্যায়ে নিয়ে যান নওয়াজ। তাছাড়া নওয়াজ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে একাধিকবার জোর করেন।

এর দু’দিন পর নওয়াজের পাশে দাঁড়িয়ে কুব্ব্রা সাইত একটি টুইট করেন। তাতে তিনি বলেন, ‘মিস সিং ইন্ডাস্ট্রিতে হেনস্তার শিকার হলেও তিনি হয়তো বুঝতে পারছেন না একটা সম্পর্কে ব্যর্থ হয়ে সাবেকদের বিরুদ্ধে মিটু অভিযোগ করা হেনস্তার সমান নয়। আমি নওয়াজের পাশে দাঁড়াচ্ছি।’