শাশুড়িকে খুন করে স্ত্রীকে নিয়ে চম্পট দিল স্বামী

দাম্পত্য কলহের জের। শাশুড়িকে খুন করে স্ত্রীকে নিয়ে চম্পট দিল স্বামী। চাঞ্চল্যকর এঘটনা মালদার বৈষ্ণবনগরের।
দাম্পত্য কলহ। আর তারই জেরে শাশুড়িকে খুন করে স্ত্রীকে অপহরণ করে পালাল জামাই। বছর কয়েক আগে মালদার বৈষ্ণবনগরের বুদ্ধদেব মন্ডলের সঙ্গে বিয়ে হয় স্নিগ্ধার। কিন্তু,সংসারে শান্তি ছিল না।
ঝামেলা চলছিল।শনিবার রাতে সদলবলে শ্বশুরবাড়িতে চড়াও হয় বুদ্ধদেব। স্নিগ্ধাকে গাড়িতে তোলার চেষ্টা করে বুদ্ধদেব।বাধা দেন মা নির্মলা। লাভ হয়নি। স্ত্রীর সঙ্গেই জোর করে শাশুড়িকেও গাড়িতে তুলে নেয় বুদ্ধ। গাড়ির ভিতর লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় নির্মলাকে। তারপর ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়।
ভোররাতে নির্মলাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে কলকাতায় রেফার করা হয়। মালদা থেকে আসার পথেই মৃত্যু হয় তাঁর। বৈষ্ণবনগর থানায় অপহরণ ও খুনের মামলা দায়ের করেছে পরিবার। এখনও নিখোঁজ স্নিগ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।