বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে চন্দ্রবাবু নাইডুর

News Sundarban.com :
নভেম্বর ১, ২০১৮
news-image

কয়েক মাস পরেই লোকসভা ও বিধানসভা ভোট অন্ধ্রপ্রদেশে ৷ তবে তার আগেই ডিসেম্বরের ৭ তারিখে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ তেলেঙ্গানায় সর্ব শক্তি দিয়ে ঝাঁপাতে ও মোদি বিরোধী অস্ত্রে শান দিতে বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে বসবেন ৷তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি । আসন্ন লোকসভা নির্বাচনে মহাজোট নিয়ে আলোচনা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নয়াদিল্লিতে কংগ্রেস প্রধান রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেছেন চন্দ্রবাবু নাইডু । রাহুল ছাড়াও শরদ পাওয়ার ও ফারুক আবদুল্লার সঙ্গেও দেখা করেন তিনি। মার্চ মাসেই এনডিএ জোট ত্যাগ করেছিল চন্দ্রবাবুর দল । আজকের সাক্ষাতের পর শরদ পাওয়ার জানিয়েছেন, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী জোট । সিবিআই, ইডি ও আরবিআই নিয়ে যা করছে বিজেপি সরকার তা দেশের নাগরিকরা দেখতেই পাচ্ছেন, মন্তব্য করেছেন পাওয়ার । ডিসেম্বরেই বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় যেখানে ১১৯টি আসনের ১৪ টি আসনে লড়তে চলেছেন টিডিপি প্রার্থীরা , ৯৫ টি আসনে লড়বেন কংগ্রেস প্রার্থীরা । যদিও , রাজনৈতিকভাবে বরাবর কংগ্রেস বিরোধী দল ছিল টিডিপি তবে সাম্প্রতিককালে সেই অবস্থানের পরিবর্তন ঘটেছে । চন্দ্রবাবুও জানিয়েছিলেন রাজনৈতিক কারণেই এই পরিবর্তন ঘটাতে বাধ্য হয়েছে টিডিপি। দেশকে বাঁচানোর জন্য কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করা অত্যন্ত প্রয়োজনীয় ।