কলকাতা বিমানবন্দরে বিমানে ধাক্কা ট্যাঙ্কারের

ওড়ার মুখে বিপত্তি! কলকাতা বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে থাকা কাতার এয়ারওয়েজ়ের বিমানে ধাক্কা মারল একটি জলবাহী ট্যাঙ্কার। গতকাল রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে। ট্যাঙ্কারের ধাক্কায় দোহাগামী ওই বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, বিমানে থাকা ১২৫ জন যাত্রীই সুরক্ষিত আছেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। রাত তখন ২টো। ১২৫ জন যাত্রীকে নিয়ে দোহার উদ্দেশে রওনা দেওয়ার জন্য রানওয়ের দিকে এগোচ্ছিল কাতার এয়ারওয়েজ়ের বিমানটি। সেইসময় একটি ওয়াটার ব্রাউজ়ার অর্থাৎ জলের ট্যাঙ্কার অসতর্কভাবে বিমানের পিছনদিকে ধাক্কা মারে। ক্ষতি হয় হাইড্রোলিক সিস্টেম সহ অন্য অংশে।
তবে বিপদ এড়াতে সঙ্গে সঙ্গে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। পরে বিমানটিকে হ্যাঙ্গারের কাছে নিয়ে গিয়ে সারানোর চেষ্টা করেন ইঞ্জিনিয়াররা। পাশাপাশি যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। মূলত ট্যাঙ্কার চালকের ভুলে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে, ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।