বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটের প্রচারে গিয়ে আরও একবার নানা ইস্যুতে প্রধানমন্ত্রীকে বাক্যবাণে বিদ্ধলেন রাহুল

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৮
news-image

আসন্ন লোকসভা ভোটের আগে রংদেহী মূর্তিতে রাহুল। বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক রাহুল গান্ধী৷ সোমবার মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ভোটের প্রচারে গিয়ে আরও একবার নানা ইস্যুতে প্রধানমন্ত্রীকে বাক্যবাণে বিদ্ধ করেন তিনি৷ এক পদ এক পেনশন নীতি এখনও চালু না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল ৷ তাঁর অভিযোগ, এই ইস্যুতেও সরকার মিথ্যা প্রচার করে চলেছে৷ এখনও অবধি এক পদ এক পেনশন নীতি কার্যকর হয়নি৷ অবসরপ্রাপ্ত সেনারা এখন সরকারের উপর বিরক্ত৷ তাদের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দ্রুত এই নীতি কার্যকর করা হবে৷ এখন তাঁরা হতাশ হয়ে পড়েছেন৷ এছাড়াও বেকারত্ব, মালিয়া ইস্যু নিয়েও সরকারের মুণ্ডপাত করেন রাহুল৷
তিনি এও বলেন, ভূস্বর্গের কথা উল্লেখ করে এদিন রাহুল গান্ধী বলেন, ‘‘জঙ্গিদের জন্য জম্মু কাশ্মীরের দরজা খুলে দিয়েছে মোদী সরকার৷ কোনও রাজনৈতিক নেতা সেখানে প্রাণ হারাননি৷ কিন্তু প্রতিদিন সেখানে জওয়ানরা শহিদ হচ্ছেন৷ প্রধানমন্ত্রীর ভুলের জন্য প্রাণ হারাচ্ছেন তারা৷’’
এরপরই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাহুল খোঁচা মারেন নরেন্দ্র মোদীকে৷ জানান, তিনি সার্জিক্যাল স্ট্রাইট নিয়ে কৃতিত্ব দাবি করেন৷ কিন্তু জওয়ানদের নিয়ে কোনও কথা বলেন না৷ শুধু দাবিই করে যান৷ এবার অন্তত তাদের কথা বলুক মোদী যারা সেদিনের সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে যুক্ত ছিল৷