শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে ৭ বছরের হাজতবাসের নির্দেশ দিল ঢাকার আদালত

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৮
news-image

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় ৩.২৫ কোটি টাকা তছরূপের অভিযোগে ৭ বছর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীর অভিযোগ দায়ের হয়েছিল। মামলার তদন্তের দায়িত্ব ছিল দুর্নীতি দমন কমিশনের হাতে। সেই মামলাতেই সোমবার সকালে খালেদা জিয়াকে সাজা শোনান বিচারক আখতারুজ্জামান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৭ বছরের হাজতবাসের নির্দেশ দিল ঢাকার আদালত৷ খালেদা জিয়া ছাড়াও আরও ৩ জনকে ৭ বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে৷ সোমবার ঢাকার বিশেষ আদালতের বেঞ্চ বিএনপি নেত্রী-সহ ৪ জনকে হাজতবাসের নির্দেশ দেন৷ অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন জিয়া-সহ ৪ অভিযুক্ত৷ ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভিতরে পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস এই রায় ঘোষণা করে৷
বারবার খালেদাকে সমন পাঠানোর পরেও আদালতে হাজিরা দেননি বিএনপি সুপ্রিমো৷ সোমবারও খালেদার অনুপস্থিতিতেই রায়দান পর্ব শেষ হয়৷ বছর সাতেক আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালেদার প্রাক্তন রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী পলাতক৷ এমনিতেই অন্য একটি দুর্নীতি মামলায় গত ফেব্রুয়ারি থেকেই ৫ বছর হাজতবাস কাটাচ্ছেন খালেদা৷ বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে চিকিত্‍‌সারত৷