বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে , ফলে বাড়বে বৃষ্টি

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৮
news-image

আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে , ফলে বাড়বে বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টি চলবে আগামী দু’দিন। আগামীকাল থেকে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত আকাশ মেঘলা থাকবে। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। শ্রীলঙ্কা থেকে‌ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু’দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বঙ্গোপসাগর উপকূল ও ওড়িশা উপকূলে এই সময় সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।