শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শবরীমালা বিতর্কে, কেরল গিয়ে সলতেতে আগুন ছুঁইয়ে দিলেন অমিত শাহ

News Sundarban.com :
অক্টোবর ২৭, ২০১৮
news-image

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও, আয়াপ্পা ভক্তরা মহিলাদের ওই মন্দিরে প্রবেশে আত্মহত্যার হুমকি দিচ্ছে, যখন উত্তাল দেশ শবরীমালা বিতর্কে, ঠিক তখন কেরল গিয়ে সলতেতে আরেকটু আগুন ছুঁইয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ কান্নুরে অমিত শাহের হুঁশিয়ারি, ‘আমি এখানে এসেছি কমিউনিস্ট সরকারকে হুঁশিয়ারি দিতে৷ শুধরে যাও৷’
কান্নুর বিমানবন্দর উদ্বোধনে গিয়ে অমিত শাহ বলেন, ‘আজ কেরলে ধর্মীয় বিশ্বাস ও রাজ্য সরকারের অমানবিক আচরণের মধ্যে তীব্র সংঘাত চলছে৷ বিজেপি, আরএসএস ও অন্যান্য সংগঠনের ২ হাজারের বেশি কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে৷ বিজেপি আয়াপ্পা ভক্তদের পাশে আছে৷ থাকবে৷ বাম সরকার সতর্ক হও৷’
কেরল সরকারকে একহাত নিয়ে শাহর দাবি, জরুরি অবস্থা তৈরির মতো পরিস্থিতি৷ ‘সুপ্রিম কোর্টের রায়ের নামে যে অমানবিক অত্যাচার কেরল সরকার শুরু করেছে, তা এখনই বন্ধ করুন৷ আমি মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, ধর্মের নামে হিংসা বন্ধ করুন৷’অমিত শাহের দাবি, ‘ভারতে অনেক মন্দির আছে, যেখানে ছেলেদের বা মেয়েদের প্রবেশ নিষিদ্ধ৷ ভগবান আয়াপ্পার ভক্তদের আবেগকে আঘাত করা রাজ্য সরকারের উচিত নয়৷ কী করে একটি মৌলিক অধিকার আরেকটি মৌলিক অধিকারকে তুলে দেয়৷’