শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবার থেকে বাস ধর্মঘটে শুধুমাত্র অফিস-টাইমে-ই

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৮
news-image

দিন দিন বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম। পুজোর মরসুমেই ডিজেলের দাম কয়েক দিনে বেড়েছে ১০ টাকা। কিন্তু, বাসভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। এই পরিস্থিতিতে এক অভিনব বাস-ধর্মঘটের তত্ত্ব খাড়া করল বেঙ্গল বাস সিন্ডিকেট। আগামী সোমবার অর্থাৎ ২৯ অক্টোবর থেকে তিন দিন এই বাস-ধর্মঘট চলবে। বেঙ্গল বাস সিন্ডিকেট জানিয়েছে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর এই অভিনব বাস ধর্মঘটে শুধুমাত্র অফিস-টাইমে-ই বেসরকারি বাস চালানো হবে।
২টি ভাগে এই অফিস-টাইম-কে ভেঙেছে বেঙ্গল বাস সিন্ডিকেট। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধে ৭টা। এই সময়ের বাইরের বেসরকারি বাস চলবে না। কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই আন্দোলন চলবে। বেঙ্গল বাস সিন্ডিকেটের তপন দাস জানিয়েছেন কয়েক মাস আগে যখন বাস ভাড়া বাড়ানো হয়েছিল তখনই রাজ্য সরকারকে বলা হয়েছিল নতুন করে তেলের দাম বাড়লে তারা মুশকিলে পড়বেন। এমনিতে দীর্ঘ কয়েক বছর পরে বাসের ভাড়া বৃদ্ধি পাওয়ায় আখেরে বাস-মালিকদের লাভের লাভ কিছুই হয়নি। এর উপরে নতুন করে লাগাতার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলে জানিয়েছে বেঙ্গল বাস সিন্ডিকেট। রাজ্য সরকারকে বাস ভাড়়ানো নিয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু, সেই চিঠির কোনও উত্তর আসেনি বলে জানিয়েছে বেঙ্গল বাস সিন্ডিকেট। মাস কয়েক আগে প্রতিধাপে ১ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হলেও এতে বাস মালিকরা বাস আর চালাতে পারছেন না। তবে, পুরোপুরি বাস-ধর্মঘটে না গিয়ে আপাতত আংশিক বাস ধর্মঘট-এর পথে হেঁটে সরকারের মন বোঝার চেষ্টা করছে বেঙ্গল বাস সিন্ডিকেট।