শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের এক নম্বরে মমতার বাংলা

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৮
news-image

ফের এক নম্বরে মমতার বাংলা, মোদী সরকারের রাজ্যত্বে উঠে এল এই তত্ত্ব। অনেকের অভিযোগ, পশ্চিমবঙ্গে রোগীর তুলনায়, মানুষের চাহিদার তুলনায় সরকারি হাসপাতালে শয্যাসংখ্যা সীমিত। বড় বড় সরকারি হাসপাতালে বেড পাওয়া শুধু ভাগ্যের ব্যাপারই নয়, বেড পাওয়ার পর রোগীর ঠাঁই হবে কোথায়, ট্রলিতে নাকি একই বেডে আরও এক-দু’জনের সঙ্গে, সেকথা ভেবেই আকুল হয় বাড়ির লোকজন। কিন্তু, এই ‘সীমিত’ শয্যাসংখ্যাও যে কম নয়, বরং সারা দেশে সবচেয়ে বেশি, সেই কথাই জানিয়ে দিল খোদ নরেন্দ্র মোদি সরকারের রিপোর্ট। সম্প্রতি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট ‘ন্যাশনাল হেলথ প্রোফাইল ২০১৮’। তাতে বলা হয়েছে, সারা দেশে সরকারি হাসপাতালের শয্যাসংখ্যার বিচারে এক নম্বরে রয়েছে অন্য কোন রাজ্য নয়, দিন দিন বিজেপি’র কাছে শিরঃপীড়ার কারণ হয়ে ওঠা তৃণমূল সরকার পরিচালিত পশ্চিমবঙ্গই।