অর্জুনের সাথে নতুন সম্পর্কে মালাইকা

মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চরমে পৌঁছেছে। বিশেষত এক জনপ্রিয় অনুষ্ঠানে দুই তারকার একসঙ্গে বিচারকের আসনে উপস্থিত হওয়ার পর থেকেই একাধিক পোস্ট ঘিরে ক্রমেই প্রকাশ্যে আসছে তাঁদের সম্পর্ক। আপাতত এই দুই বলি-সেলেবের সম্পর্ক ঘিরে ব্যাপক গুঞ্জন বলিউডের অলি-গলিতে। এছাড়াও কিছুদিন আগে, করণ জোহরের বাড়ির পার্টিতে মালাইকাকে ও অর্জুনকেও বহুদিন আগে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় অবশ্য ফটোগ্রাফারদের দেখে একটু অস্বস্তিতে পড়েছিলেন দুই তারকাই। এর আগে, নিজের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা। সলমনের দাদা আরবাজের সঙ্গে যাবতীয় দাম্পত্য সম্পর্ক শেষ করার পর থেকে তাঁর সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘিরে বহু গুঞ্জন শোনা যায়। তবে আপাতত মালাইকার বিভিন্ন সেশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে ‘প্রেম’ ঘিরে নানান বিষয় !কিছুদিন আগেই দেখা যায় , এক নামী ব্যবসায়ীর বাড়ির পার্টিতে কিছুদিন আগেই দেখা যায় অর্জুন মালাইকাকে। দুই তারকা একই সঙ্গে একই গাড়িতে, একসঙ্গে সেখানে পৌঁছন।