শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপত্তার ব্যবস্থা না হওয়ায় সাসপেন্ড অসমের এক পদস্থ পুলিশ আধিকারিককে

News Sundarban.com :
অক্টোবর ২১, ২০১৮
news-image

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না হওয়ায় সাসপেন্ড করা হল অসমের এক পদস্থ পুলিশ আধিকারিককে। সাসপেন্ড হওয়ায় ওই পুলিশ আধিকারিকের নাম ভানওয়ারলাল মীনা।উল্লেখ্য, তিনি গুয়াহাটি পশ্চিমের ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP)।১৭ অক্টোবর সস্ত্রীক গুয়াহাটিতে এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কামাক্ষ্যা মন্দিরে যান তাঁরা। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্য প্রধান বিচারপতি অসুবিধায় পড়েন বলে প্রশাসনের তরফে বলা হয়েছে।
এর জেরে গতকাল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে রাজ্যপালের নামে এক নির্দেশ জারি করা হয়। সেখানেই ভানওয়ারলাল মীনাকে সাসপেন্ডের কথা বলা হয়। ওই নির্দেশে আরও বলা হয়েছে, যতক্ষণ এই নির্দেশ বলবৎ থাকবে, ততক্ষণ ভানওয়ারলাল মীনাকে অসম পুলিশের হেড কোয়ার্টারে থাকতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখান থেকে কোথাও যেতে পারবেন না তিনি।