মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ভারত সার্জিকাল স্ট্রাইক করলে পাকিস্তানও তার পাল্টা জবাব দিতে প্রস্তুত: পাক সেনাপ্রধানের

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০১৮
news-image

২০১৬ সালে উরি হামলার পর সার্জিকাল স্ট্রাইক করে ভারত ৷ উড়িয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ৷ একাধিক পাক সেনাকে খতম করে ভারতীয় সেনা ৷ তবে, সেই ঘটনার পরও সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত ছিল ৷ সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মঞ্চে বারবার কোণঠাসা হয়েছে ভারত ৷ ভারতের সার্জিকাল স্ট্রাইকের ঘটনার স্মৃতি এখনও অতীত হয়নি ৷ এরমধ্যেই ফের সার্জিকাল স্ট্রাইকের হুমকি দিল পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর ৷ তার দাবি, ‘ভারত সার্জিকাল স্ট্রাইকের মত ঘটনা ঘটালেও পাকিস্তানও তার পাল্টা জবাব দিতে প্রস্তুত ৷ ভারত একটা হামলা চালালে ৷ পাকিস্তান দশটা হামলা করবে ৷’
একইসঙ্গি আসিফ বলে, ‘পাকিস্তানকে দুর্বল মনে করলে সেটা ভুল ৷’প্রসঙ্গত, সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান ৷ ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দেবেন বলে জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু ক্ষমতায় আসার পরও সীমান্তের পরিস্থিতির কোনও অদলবদল হয়নি ৷ সীমান্ত পেরিয়ে দেশে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও বেড়ে চলেছে ৷