শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোর পরে পথে নামছেন রাজ্যের অন্তত ৬২ হাজার প্রাথমিক শিক্ষক

News Sundarban.com :
অক্টোবর ১৩, ২০১৮
news-image

শিক্ষা দপ্তরের ভাঙাতে পুজোরপরেই পথে নামছেন রাজ্যের অন্তত ৬২ হাজার প্রাথমিক শিক্ষক৷ গতমাসে বিকাশ ভবন উত্তরকন্যায় জোড়া অভিযানের রেশ কাটতে না কাটতেই চতুর্থীর দিন থেকেই আন্দোলনের প্রস্তুতি শুরু উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের৷ তবে, এবার শুধু ধর্না, মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি নয়, ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে ঝাঁপাতে চলেছেন সমাজ গড়ার কারিগররা৷প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক এই সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের দাবিতে ও প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের রুখতে আগামী ২৯ অক্টোবর দুপুর ২টো থেকে ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টা অবধি কলকাতার শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত করবে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন৷ টানা ২৮ ঘণ্টার এই অবস্থান বিক্ষোভমঞ্চে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নেওয়া হয়েছে৷রাজ্য সরকারের ঘাড়ে লাগাতার চাপ বাড়াতে অবস্থানমঞ্চে বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠন, অবসরপ্রাপ্ত বিচারপতি, বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ, কবি, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ যদিও, এই সংগঠনটি গড়ে ওঠার ও জনপ্রিয় হয়ে উঠতে দেখে আমন্ত্রণের অপেক্ষায় মুখিয়ে ছিল বাম-কংগ্রেস-বিজেপি৷ শিক্ষকদের আন্দোলন কিনতেও সরাসরি প্রস্তাবও দেওয়া একাধিক রাজনৈতিক দলের তরফে৷ তবে, নৈতিকতার কাছে হার শিকার না করে অরাজনৈতিক মঞ্চ হিসাবেই প্রতিষ্ঠা পাওয়া UUPTWA-র মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক নেতারা সরকারকে চাপে ফেলতে কী উদ্যোগ নেয় এখন সেটাই দেখার৷

আরও দেখুন