বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হিন্দিভাষীদের গুজরাত ছাড়া নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০১৮
news-image

এবার হিন্দিভাষীদের গুজরাত ছাড়া নিয়ে  মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো। বলেন, “এটা একটা ভয়ঙ্কর পদক্ষেপ।” পাশাপাশি BJP-কেও এক হাত নেন তিনি। বললেন, “BJP শুধুই উত্তেজনা ছড়ায়। ওরা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে। BJP শাসিত রাজ্যগুলির অবস্থা সত্যিই ভয়ঙ্কর।”আজ নবান্ন ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “। আমি ঘটনা নিয়ে চিন্তিত। কোনও একটা দল যদি জাতি, ধর্ম নিয়ে মেরুকরণের চেষ্টা করে সেটা ভয়ঙ্কর প্রবণতা। দেশের একতার মেরুকরণ করা উচিত নয়।”পাধ্যায়

১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনাটি সবরকান্থা জেলার হিম্মতনগরের কাছে ঘটে। গ্রেপ্তার করা হয় বিহারের এক বাসিন্দাকে। অভিযোগ, তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দিভাষীদের উপর চলছে আক্রমণ। স্থানীয় নেতারা নাকি ক্রমাগত হুমকি দিচ্ছেন হিন্দিভাষীদের। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হিন্দিভাষীদের গুজরাট ছাড়ার হিড়িক দেখা দিয়েছে। যদিও গুজরাটের DGP শিবানন্দ ঝা বলেন, “ছটি জেলায় হিংসা ছড়িয়েছে ঠিকই, কিন্তু বহিরাগতরা উৎসবের মাসে বাড়ি ফেরায় সেটা নিয়ে অন্যরকম ভাবার কোনও কারণ নেই।”