পাটেকরকে আইনি নোটিস মহিলা কমিশনের

শ্যুটিং এর সময় তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন অভিনেতা নানা পাটেকর। এমন অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই ঘটনার প্রেক্ষিতে তনুশ্রী মহারাষ্ট্র মহিলা কমিশনের দ্বারস্থ হন। উল্লেখ্য, ২০০৮ সাল চলছিল ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শ্যুটিং। রাতের সেই নাতের দৃশ্যের শ্যুটিং চলাকালীন তনুশ্রীর সঙ্গে নানা পাটেকর অভব্য আচরণ করেন বলে অভিযোগ তোলেন অভিনেত্রী। সেখানে উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। ঘটনার প্রসঙ্গ ফের উঠতেই কোরিওগ্রাফার গণেশ নানার দিকে ঝুঁকে যান। অন্যদিকে , তনুশ্রীর অভিযোগের প্রেক্ষিতে নানা পাটেকর ও ফিল্মের পরিচালক তনুশ্রীকে আইনি নোটিস পাঠান। এরপরই মহিলা কমিশনের দ্বারস্থ হন তনুশ্রী।
আর সেই মর্মে নানা পাটেকর সহ বেশ কয়েকজনকে আইনি নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশন। নানা পাটেকর ছাড়াও কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, রাকেশ সরংকে নোটিস পাঠিয়েছে কমিশন। শুধু অভিযুক্ত পাটেকরদেরই নোটিস পাঠানো হয়নি, পাশাপাশ তনুশ্রী দত্তের অভিযোগের প্রেক্ষিতে অভিনেত্রীকেও মহিলা কমিশনের দফতরে ডেকে পাঠানো হয়। এই ঘটনায় বয়ান রেকর্ডের জন্যই ডেকে পাঠানো হয়েছে তনুশ্রীকে। এদিকে, গতকালই সাংবাদিক বৈঠক করেন নানা পাটেকর। যেখানে ঘটনা সম্পর্কে সেভাবে মুখ খুলতে চাননি এই বলিউড অভিনেতা।