বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খুব শীগগির বাড়তে চলেছে বিমানের ভাড়া

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০১৮
news-image

সামনেই পুজোর মরশুম ৷ এরপর বড়দিন ৷ তাই অফিসে ছুটি নিয়ে যদি ঘুরতে যাওয়ার কোনও শখ থাকে আপনার মনে ৷ তাহলে দেরী করবেন না ৷ শীগগির তারিখ চূড়ান্ত করে বিমানের টিকিট কেটে ফেলুন ৷ কারণ খুব শীগগির বাড়তে চলেছে বিমানের ভাড়া ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দামের বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরে বাড়তে চলেছে বিমান ভাড়া ৷ জ্বালানির দামবৃদ্ধির ফলে ইতিমধ্যেই কাস্টমস ডিউটি ৫ শতাংশ বাড়ানো হয়েছে ৷ অপরদিকে, পুজোর মরশুমেই দিল্লি এবং মুম্বই বিমানবন্দরে মেরামতির কাজ চলবে ৷ তাই বেশ কয়েকদিন বিমানের পরিমাণ কম থাকবে ৷ যার জেরে বাড়বে বিমানের টিকিটের দাম ৷
দীপাবলীর সময় মুম্বই থেকে দিল্লি যাওয়ার বিমানগুলির ভাড়া বেড়েছে কয়েকগুণ ৷ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি বছরে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, পুজোর সময় মাত্রাতিরিক্ত চাহিদার কারণে আরও বেশ কিছুটা বাড়তে পারে বিমানভাড়া ৷