শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতায় ক্রমশ বাড়ছে তাপমাত্রা

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০১৮
news-image

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ে ছাড়খাড় হবে কলকাতা। সম্প্রতি প্রকাশ্যে আসা রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে সেই আভাসই মিলছে ৷ রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা একধাক্কায় ১.৫ ডিগ্রি বেড়ে গিয়েছে ৷ যার জেরে ভয়ঙ্কর তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে ভারত ৷ মুম্বই এবং কলকাতার পরিস্থিতি সবথেকে ভয়াবহ হতে চলেছে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের ৷
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে ৷ তারজন্য দায়ী মানুষই ৷ কারণ শহরজুড়ে শিল্প-কারখানার সংখ্যা বাড়ছে ৷ ফলে দূষণের পরিমাণ বাড়ছে ৷ প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড বাতাসে মিশছে ৷ যার জেরে মানুষই পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ৷ এমনটাই মত পরিবেশ বিজ্ঞানীদের ৷প্রসঙ্গত, গত ১৫০ বছরে গড়ে দিল্লির তাপমাত্রা বেড়েছে ১সেলসিয়াস, মুম্বইয়ে ০.৭ সেলসিয়াস, কলকাতা ১.২ সেলসিয়াস, চেন্নাই ০.৬ সেলসিয়াস ৷ সমীক্ষা বলছে, ২০৩০ সালের মধ্যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে পৃথিবী জুড়ে তাপমাত্রা বাড়বে ১.৫সেলসিয়াস ৷
মাত্র ১০ বছর ৷ তারপরই তাপপ্রবাহ বইবে ভারত জুড়ে ৷ আগামী বছর থেকেই আসতে আসতে বাড়বে তাপপ্রবাহ ৷ ২০৩০ সালের মধ্যে ভয়াবহ তাপপ্রবাহ বইবে ভারতে ৷ বৃষ্টির অভাবে খাদ্যশস্য নষ্ট হয়ে যাবে ৷ পৃথিবী জুড়ে খাদ্য সঙ্কট দেখা দেবে ৷ কলকাতা, মুম্বই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে ৷