শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বারাসতে এবার তৈরি হচ্ছে জেলার দ্বিতীয় মেডিক্যাল কলেজ

News Sundarban.com :
অক্টোবর ৬, ২০১৮
news-image

বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঢেলে সাজাচ্ছেন। নয়া প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য নতুন আলোর সন্ধান পেয়েছে। উত্তর ২৪ পরগনার জেলা সদর শহর বারাসাত। এবার উত্তর চব্বিশ পরগনার বারাসত জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উত্তীর্ণ করা হচ্ছে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম মেনেই তৈরি হচ্ছে জেলার দ্বিতীয় মেডিক্যাল কলেজ। এর আগে জেলায় বেলঘরিয়ার সাগর দত্ত মেডিক্যাল কলেজ ছিলই। এবার রাজ্য সরকারের উদ্যোগে বারাসত জেলা হাসপাতালও হচ্ছে মেডিক্যাল কলেজ।
বারাসতে এবার তৈরি হচ্ছে জেলার দ্বিতীয় মেডিক্যাল কলেজ। জেলায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ছিলই। বারাসত হাসপাতালকে মেডিক্যাল কলেজে উত্তীর্ণ করতে চলেছে রাজ্য সরকার। বনগাঁ, বসিরহাট-সহ বারাসত লাগোয়া এলাকার রোগীরা অনেকটাই সুবিধা পাবেন। বেশি সংখ্যক বেড থাকায় রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই সম্মান অর্জন করেছে বারাসত জেলা হাসপাতাল। বারাসত তথা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সদর শহরে একটি মেডিক্যাল কলেজের। সেই স্বপ্ন এবার পূরণ হচ্ছে। হাসপাতালের বর্তমান পরিকাঠামোর সঙ্গে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই-র নিয়ম মেনে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ।