শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বিশেষ সামরিক চুক্তির সম্ভাবনা

News Sundarban.com :
অক্টোবর ৫, ২০১৮
news-image

বৃহস্পতিবারেই ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । দু’দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন বলে জানা গিয়েছে। শুক্রবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ বৈঠক করবেন তিনি । যদিও গতকালই মোদি-পুতিনছ প্রাথমিকভাবে এক একক বৈঠক করেছেন ।দুই দেশের মধ্যে পারস্পরিক বিষয়গুলি ছাড়াও বেশ কয়েকটি সামরিক চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে । প্রসঙ্গত, পুতিনের থেকে এস-৪০০ সামরিক মিসাইল সিস্টেম কেনার বিষয় নিয়েও বিশেষ আগ্রহী কেন্দ্র । যদিও প্রায় ৫ বিলিয়ন ডলার মূল্যের এই মিসাইল চুক্তির বিরোধিতা ইতিমধ্যেই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ।
২০১৪ সালে চিন এই এস-৪০০ মিসাইল কিনেছিল ও বেজিংও রাশিয়া থেকেই এই বিশেষ মিসাইল আমদানি করে । সামরিক বিমান মন্ত্রকের তরফ থেকে বিএস ধানোয়া জানিয়েছেন কেন্দ্রও এই মিসাইল আমদানি চুক্তির বিষয়টি বিশেষভাবে দেখছে কারণ এই ক্ষেপনাস্ত্র ভারতের হাতে এলে ভারতের সামরিক ক্ষমতা নিঃসন্দেহে আরও বৃদ্ধি পাবে। তাই মোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠকের দিকে তাকিয়ে দেশ ।