শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা পুলিশের পক্ষ থেকে উদ্বোধন করা হল পুজো গাইড ও অ্যাপ

News Sundarban.com :
অক্টোবর ৫, ২০১৮
news-image

দুর্গাপুজোর দিনগুলিতে জনসমুদ্র হয় কলকাতার রাস্তায়। শুধু এই শহরই নয়, দুর্গাপুজোয় লক্ষ লক্ষ দর্শনার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহানগরীতে ঠাকুর দেখতে আসেন। দর্শনার্থীদের সুবিধার্থে পথ নির্দেশিকা হিসাবে প্রতি বছরই পুজো গাইড প্রকাশ করে কলকাতা পুলিশ। এবছর কলকাতা পুলিশের পক্ষ থেকে উদ্বোধন করা হল পুজো গাইডের। সেই সঙ্গে বন্ধু অ্যাপেরও উদ্বোধন হল এদিন বৃহস্পতিবার। লালবাজারে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল রাজীব কুমার, অভিনেতা দেব, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।
পথ নিরাপত্তা বিষয়ক দেবের নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’ এর পোস্টারও এদিন উদ্বোধন করা হয়। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন তার জন্য কলকাতা পুলিশ সবসময় পাশে রয়েছে বলে এদিন জানান নগরপাল রাজীব কুমার। এর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ ‘উৎসব অ্যাপ’ এবং উৎসব ওয়েব পোর্টালও প্রকাশ করল। এই অ্যাপটির মাধ্যমে কাছাকাছি পুজোগুলি খুঁজতে পারা যাবে ও পথনির্দেশ পাওয়া যাবে। এছাড়াও কাছাকাছি পুলিশ স্টেশন, মেডিক্যাল ক্যাম্প, মেট্রো স্টেশন ইত্যাদির ও হদিশ পাওয়া যাবে। কলকাতা পুলিশের বন্ধু সিটিজেন্স অ্যাপ, সবার কথা মাথায় রেখে প্রায় একবছর আগেই তার যাত্রা শুরু করেছিল অ্যান্ড্রয়েড ভার্সনে। আজ থেকে আইওএস ভার্সনেও অ্যাপটি পাওয়া যাবে৷ এর ফলে আই ফোন ব্যবহারকারীরাও খুব সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।