মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পর্যটকদের কাছে পুজোর মরশুমে খুশির খবর

News Sundarban.com :
অক্টোবর ২, ২০১৮
news-image

রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট ‘ভোরের আলো’ ৷ পর্যটকদের জন্য থাকছে বিশেষ কটেজ ৷ সুরক্ষার খাতিরে তৈরি করা হবে একটি পুলিশ স্টেশনও ৷ এই প্রজেক্টের জন্য খরচ বরাদ্দ করা হয়েছিল ২০ কোটি টাকা ৷ ট্যুরিজম প্রজেক্টটিতে স্থানীয় বাসিন্দাদের রোজগারের দিকটিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ চা ব্যবসা এবং নদীতে বোটিংয়ের দিকটিতেও বিশেষ নজর দেওয়ার ভাবনাচিন্তা চলছে ৷
পুজোর মরশুমে বড়সড় খুশির খবর পর্যটকদের কাছে ৷ আগামী ৩ অক্টোবর বাংলার জলপাইগুড়িতে নয়া ট্যুরিজম প্রজেক্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
পুজোর আগে নয়া ট্যুরিজম প্রজেক্ট ‘ভোরের আলো’-র সূচনায় খুশির হাওয়া পাহাড়বাসীর মুখেও ৷ জলপাইগুড়ির গাজোলদোবায় এই নয়া প্রজেক্টটির সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ শিলিগুড়ি থেকে মাত্র ২৫ কিমি দূরে প্রকৃতির বুকে এক অপরূপ প্রকৃতির সন্ধান পাবেন আপনি ৷ পুজোর চারটে দিন পরিবার নিয়ে যদি পাহাড়ের কোলে সবুজ প্রকৃতির বুকে কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে চান তাহলে পুজোতে আপনার ভ্রমণের বাকেট লিস্টে রাখতেই পারেন গাজোলদোবা ৷