নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেত্রীর এই অভিযোগ নিয়েই সরগরম বি-টাউন। তারই মাঝে নতুন করে উঠে আসছে নানার সঙ্গে ঘটে যাওয়া কিছু পুরনো ঘটনা।
৯ এর দশকের কথা, তখন নীলাকান্তি পাটেকরের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন নানা পাটেকর। ১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ছবির শ্যুটিংয়ের সময় অভিনেত্রী মনীষা কৈরালার প্রেমে পড়েন নানা। সেসময় নানা পাটেকরের মতো কঠিন স্বভাবের একজন ব্যক্তিত্বের সঙ্গে মনীষা কৈরালার প্রেমের খবরে বি-টাউনের অনেকেই অবাক হন। যদিও তখন মনীষাও তার বদমেজাজী স্বভাবের জন্য সেসময় চর্চিত ছিলেন। তবে অগ্নিসাক্ষীর শ্যুটিংয়ের সময় নানা ও মনীষা যে দুজনেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বলেই শোনা গিয়েছিল। সেসময় মনীষা কৈরালার প্রতিবেশীরা অনেকেই বলেছিলেন তাঁরা নানাকে অনেক ভোরে মনীষার বাড়ি থেকে বের হতে দেখেছেন। এমনকি নানা নাকি সেসময় স্ত্রীর থেকে আলাদা থাকাও শুরু করেন বলেও। তবে মনীষার সঙ্গে সম্পর্কে থাকার কিছুদিনের মধ্যে তাঁর উপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা শুরু করেন নানান। সেমসয় সহ অভিনেতাদের সঙ্গে মনীষাকে দেখলে বা খোলামেলা পোশাকে দেখলে নানা নাকি ভীষণ রেগে যেতেন এজন্য বিভিন্ন সময় মনীষার সঙ্গে ঝগড়াও হয়েছে বলে শোনা যায়।