গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী দ্বিজের মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী দ্বিজের মুখোপাধ্যায় ৷ শনিবার এসএসকেএম হাসপাতালের আইটিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন দ্বিজেনবাবু ৷ বেশ কিছুদিন চিকিত্সা করিয়ে কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি যান তিনি। শনিবার সকালে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বেলা ১১টা নাগাদ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান পরিজনরা। প্রবীণ শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিত্সকরাও। এই বয়সে তিনি চিকিত্সায় কতটা সাড়া দেবেন তা নিয়েও শঙ্কা রয়েছে। দ্বিজেনবাবুর চিকিত্সায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। শিল্পীকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাঁরা।
তাঁর বয়স ৯০ বছর ৷ বাংলা গানের প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেনবাবু ২০১০ সালে পদ্মভূষণে সম্মানিত হন।