শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁথিতে দলীয় বৈঠক চলাকালীন দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৭, ২০১৮
news-image

কাঁথিতে দলীয় বৈঠক চলাকালীন দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হল। ইটবৃষ্টিতে আহত হন তিন BJP কর্মী। ঘটনাস্থানে পৌঁছেছে কাঁথি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স। আজ BJP-র বাইক মিছিল কাঁথি থানার সাতমাইল বাজার থেকে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জনমঙ্গল সমিতি প্রেক্ষাগৃহে পৌঁছায়। সেখানে BJP-র দলীয় বৈঠক ছিল। দিলীপ ঘোষ প্রেক্ষাগৃহে ঢোকার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজনের মধ্যে শুরু হয় বচসা। এরমধ্যেই প্রেক্ষাগৃহ চত্বরে শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে তিনজন আক্রান্ত হন। ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়ি। বেশ কয়েকটি বাইক ভাঙা হয়। দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এ ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, BJP-র গোষ্ঠীকোন্দলের ফলেই এই ঘটনা ঘটে।
খবর পেয়ে IC সুনয়ন বসুর নেতৃত্বে ঘটনাস্থানে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। পৌঁছায় কমব্যাট ফোর্স। ঘটনাস্থানে পৌঁছান SDPO পার্থ ঘোষ। আসেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরাই গন্ডগোল শুরু করে। গণতান্ত্রিকভাবে BJP-কে ওরা আটকাতে পারছে না। তাই দৃষ্কৃতী দিয়ে হামলা চালাচ্ছে। সাংসদের সামনেই হামলা চালানো হয়েছে।”