মালিয়ার বয়ান নিছকই মিথ্যে ও ভিত্তিহীন: জেটলি

৯ হাজার কোটি টাকার ঋণ ফেরত না দিয়ে দেশ ছেড়েছিলেন মালিয়া ৷ এই নিয়ে তার বিরুদ্ধে মামলা চলছে ৷ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে কিংফিশার কর্ণধার বিজয় মালিয়ার প্রত্যপর্ণ চেয়ে আবেদন করেছে CBI। সংবাদমাধ্যমের কাছে মালিয়ার এই বিস্ফোরক দাবির পর নয়া মোড় নিয়েছে গোটা বিষয়টি । দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে সবকিছু মিটমাট করে নিতে চেয়েছিলেন-গতকাল লন্ডনের কোর্টে শুনানির সময়ই এই কথাই জানিয়েছিলেন কিংফিশার কর্তা বিজয় মালিয়া । মালিয়ার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি । মালিয়ার বয়ান নিছকই মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়েছেন জেটলি ।
২০১৪ সাল থেকে মালিয়ার সঙ্গে জেটলির কোনওভাবেই সাক্ষাৎ হয়নি, যদিও রাজ্যসভার সদস্য হওয়ার দরুণ সুযোগের একবার সেই সুযোগের অপব্যবহার করেছিলেন মালিয়া, একটি ফেসবুক পোস্টে বিস্তারিত জানিয়েছেন জেটলি। জেটলি জানিয়েছেন একবার সভার অধিবেশন শেষ হওয়ার পর জেটলির সঙ্গে টাকা-পয়সা বিষয়ক কিছু কথা বলতে গিয়েছিলেন মালিয়া কিন্তু জেটলি তাঁকে সাফ জানিয়ে দিয়েছিলেন এবিষয়ে তাঁর কিছু করার নেই ও মালিয়া তাঁর ব্যাঙ্কের সঙ্গেই কথা বলে নিক ।কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা একটি ট্যুইটে শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ করেছেন । তিনি লিখেছেন প্রতারক ও দেশকে লুঠ যারা করছে তাঁদের জন্য ভ্রমণ সংস্থা চালাচ্ছে শাসকদল ও তাঁরা যাতে দেশের অর্থ তছরুপ করে বিদেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থাও করে দিচ্ছে বিজেপি । মালিয়া ও জেটলির সাক্ষাতের বিষয়টি আরও বিশদে জানানোর দাবিও জানিয়েছে কংগ্রেস । কংগ্রেস প্রধান রাহুল গান্ধি জেটলির পদত্যাগও দাবি করেছেন।