শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মৃদু কম্পনে কেঁপে উঠল কলকাতা সহ রাজ্য

News Sundarban.com :
সেপ্টেম্বর ১২, ২০১৮
news-image

কেঁপে উঠল কলকাতা সহ রাজ্য ৷ ভূমিকম্প উত্তরবঙ্গের একাধিক জেলায় ৷ দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ সহ একাধিক উত্তরের জেলার সঙ্গে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণেও ৷ কম্পন অনুভূত হয়েছে বাংলা সহ বিহার, মেঘালয়েও ৷ এছাড়া ভুটান, বাংলাদেশ ও মায়ানমারও কেঁপে ওঠে ভূমিকম্পে ৷ কেঁপে ওঠে কলকাতাও ৷ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে মানুষ ৷ তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কম্পনের অনুভূতি হয় অনেক বেশি ৷ বুধবার সকাল ১০:২৩ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে ৷ শুধু বাংলা নয় ভূমিকম্প হয়েছে অসমের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় ৷ ভূপৃষ্ঠের থেকে ১৩ কিমি নীচে ছিল এপি সেন্টার ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪ ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা ৷