সুন্দরবনে স্থানীয়দের চেষ্টায় নদী ভাঙন রোধ

নদীর গ্রাসে তলিয়ে যেতে বসেছে সুন্দরবনের সজনেখালি। নদী ভাঙনে জেমসপুর মৃধাপাড়া এলাকায় ৫০০ ফিট লম্বা ও ৫০ ফিট চওড়া সমগ্র বাঁধ নদীগর্ভে তলিয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে । এছাড়া আরও প্রায় ২০০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে এই ভাঙন শুরু হয়। নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় কয়েক শতাধিক বাড়ি ঘর। ওখানকার স্থায়ী বাসিন্দা ঘনশ্যাম বৈদ্য জানান, মঙ্গলবার সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্ট, উপকূলরক্ষী, পঞ্চায়েত, থানা ও স্থানীয় মানুষের চেষ্টায় ৫০টি ত্রিপল দিয়ে কোনওরকমে নদীবাঁধের সাইটে রিং বাঁধ দিয়ে বন্যার হাত থেকে এলাকাকে রক্ষা করা গিয়েছে।
-নিজস্ব চিত্র