বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০১৮
news-image

বাতাসে শরতের কাশের গন্ধ জানান দিচ্ছে পূজোর আর বেশি দিন বাকি নেই। তার আগেই রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর।প্রতি বছর রাজ্যের পুজো উদ্যোক্তাদের অনুদান দেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আজ নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, দমকল দফতরের কর্তারাও ৷ সেখানে পুজো সংক্রান্ত নানা বিষয় ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় ৷ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই অনুদানের ঘোষণা ৷ পুজো কমিটিগুলিকে পুজোর উপহার রাজ‍্য সরকারের ৷ পুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে অনুদানের ঘোষণা ৷ অনুদান পাবেন কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷
কলকাতা ও গ্রাম বাংলা মিলিয়ে মোট ২৮ হাজার পুজো কমিটি পাবেন ১০ হাজার টাকা করে অনুদান ৷ এর মধ্যে কলকাতার ৩০০০ পুজোকে অনুদান দেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দমকল ডিপার্টমেন্ট ৷ অন্যদিকে, পর্যটন বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতা সুরক্ষা দফতরের থেকে ১০ হাজার টাকা করে অনুদান পাবে গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷
এখানেই শেষ নয়, পুজো কমিটিগুলিকে এবার দমকল বা সংশ্লিষ্ট কোনও দফতরকে লাইসেন্স বাবদ কোনও ফি দিতে হবে না। সিইএসসি এলাকায় গতবার বিদ‍্যুতের বিলে ১৮ থেকে ২০ শতাংশ ছাড় পেয়েছিল পুজো কমিটিগুলি। এবার তারা পাবে ২৩ শতাংশ ছাড়।
এর পাশাপাশি, এদিন ঘোষিত হয় দুর্গাপুজোর বিসর্জনের কর্মসূচি ৷ চারদিন ধরে চলবে বিসর্জন ৷ এবছর দশমী পুজো পড়েছে ১৯ অক্টোবর ৷ সেদিন থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে ভাসান ৷ একইসঙ্গে গতবারের মতো এবছরও বিসর্জন কার্নিভালের আয়োজন করেছে রাজ্য ৷ গতবার কার্নিভালে ৫৫টি পুজো কমিটি অংশ নিয়েছিল। এবার নেবে ৭৫টি পুজো কমিটি। ২৩ অক্টোবর রেড রোডে হবে পুজো কার্নিভাল। আগেরবারের চেয়ে এবারের কার্নিভাল হবে চোখধাঁধানো ৷ শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘উৎসব সবার জন্য ৷ কোথাও কোনও গোলমাল বরদাস্ত করা হবে না ৷ মহরমের মিছিল যেন শান্তিপূর্ণ হয় ৷ ধর্ম নিজস্ব, কিন্তু উৎসব সবার ৷’