শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০১৮
news-image

ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ। আজ বিকেলে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই তিন প্রকল্পের মধ্যে একটি প্রকল্প ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে রয়েছে। এই প্রকল্পে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে আখাড়া পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলছে। এছাড়া আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রেলপথ ব্রডগেজে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।