বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুল ঘোষণা, রণক্ষেত্রের চেহারা নিল সোদপুর স্টেশন

News Sundarban.com :
সেপ্টেম্বর ৮, ২০১৮
news-image

ফের চরম দুর্ভোগে পড়়লেন শিয়ালদহ শাখার রেলযাত্রীরা। যাত্রী অবরোধের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সোদপুর স্টেশন চত্বর। এমনিতেই ট্রেন চলাচল অনিয়মিত ৷ তার উপর এই অবরোধে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা ৷ অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদে অবরোধ শুরু হয়। ভুল ঘোষণার আগুন ছড়ালো বরখাস্ত পর্যন্ত ৷ রণক্ষেত্রের চেহারা নিল সোদপুর স্টেশন ৷ কেবিন ভাঙচুর থেকে রেল লাইনে আগুন ধরানোর চেষ্টা, বাদ গেল না কিছুই ৷ সোদপুরে রেল অবরোধের জেরে বন্ধ শিয়ালদহ মেন শাখার সমস্ত ট্রেন ৷
রেলের তরফে জানানো হয়েছে ভুল ঘোষণা করার জন্য সাসপেন্ড করা হতে পারে সোদপুরের স্টেশন মাস্টারকে ৷ সাসপেন্ড হতে পারেন ঘোষণায় যুক্ত অন্য কর্মীরাও ৷ সোদপুর স্টেশনে তিন ঘণ্টা অবরোধের পর রেলের তরফে এমনই ইঙ্গিত মিলেছে ৷ শুধু তাই নয়, রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন শিয়ালদহ মেন শাখার সমস্ত গ্যালপিং ট্রেন সব স্টেশনে দাঁড়াবে ৷
গতকাল থেকেই ট্রেনের সমস্যায় নাকাল নিত্যযাত্রীরা ৷ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছিল, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অটো-সিগন্যালিংয়ের কাজ চলার কারণে বাতিল থাকবে মোট ১৫৮টি ট্রেন ৷ তার মধ্যে শনিবার বাতিল হয়েছে মোট ৬৬টি ট্রেন ৷ খুব স্বাভাবিকভাবেই তাই সকাল থেকেই নাস্তানাবুদ হচ্ছেন যাত্রীরা ৷ তার মধ্যেই প্ল্যাটফর্মে ভুল ঘোষণার অভিযোগ ওঠে ৷ এদিন সকালে যাত্রী ভার সামলাতে সোদপুরে রানাঘাট লোকাল থামানোর ঘোষণা করা হয় ৷ কিন্তু ট্রেনটি গ্যালপ হওয়ায় না থেমে তা বেরিয়ে যায় ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ৷ ক্ষুব্ধ জনতার তাণ্ডব শুরু হয় সোদপুর স্টেশনে ৷ অবরোধে বসেন বিক্ষুব্ধ যাত্রীরা ৷ স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা ৷ রেলের বুকিং অফিস, রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দাওয়া হয় ৷