বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কফি চাষে এবার মোবাইল অ্যাপ প্রযুক্তি

News Sundarban.com :
সেপ্টেম্বর ৫, ২০১৮
news-image

প্রযুক্তির সঠিক ব্যবহার । এই ধারণাকে কাজে লাগিয়ে এবার কফি চাষে আনা হল মোবাইল অ্যাপ্লিকেশন প্রযুক্তি। ‘কফি কৃষি তরঙ্গ’ নামে এই অ্যাপ্লিকেশন প্রযুক্তি আইভিআরএস-সিস্টেমের উপরে গড়ে উঠেছে।  কফি চাষে প্রতিনিয়ত যে ধরনের সমস্যাগুলি দেখা যায় তার মোকাবিলা করা সম্ভব হবে এই মোবাইল অ্যাপ-এর মাধ্যমে। এতে স্থানীয় আবহাওয়ার খবর থেকে শুরু করে কীটনাশকের ব্যবহার, কফি পাতার রোগের পূর্বাভাস এবং ব্লক চেইন বেসড মার্কেট সম্পর্কে যাবতীয় তথ্য মিলছে।মঙ্গলবার এই প্রযুক্তির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে তিনি এই অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করেন। এই মোবাইল অ্যাপ্লিকেশনটিকে আপাতত পাইলট টেস্টিং-এ রাখা হয়েছে। একা ও কফি বোর্ডের যৌথ উদ্য়োগে তৈরি হয়েছে ‘কফি কৃষি তরঙ্গ’ মোবাইল অ্যাপ্লিকেশনটি। কফি বোর্ডের সিইও তথা সেক্রেটারি আইএএস শ্রীবৎস কৃষ্ণা জানিয়েছেন, ‘প্রযুক্তিকে যখন ভালো কাজে ব্যবহার করা হয় তখন তার একটা অনন্য সত্ত্বা তৈরি হয়। এই সত্ত্বা-য় একটা সদর্থক এবং নতুনের সূচনা হয়। প্রযুক্তির বদল সব-সময় হচ্ছে। দীর্ঘকালিন এক স্থায়ীত্ব ও দক্ষতার অর্জনের জন্য কীভাবে এই প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি সেটাই বড় কথা। কারণ কফি চাষের সঙ্গে অসংখ্য চাষি জড়িত থাকলেও তাঁদের কাছে সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার পৌঁছছে না। এই সমস্যা সমাধানে এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে একটা বিশাল রাস্তা আমাদের যেতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের অনেক বেশি-কিছু করে দেখাতে হবে।’ দেশে এর আগে এমনভাবে কফি চাষে মোবাইল অ্যাপ্লিকেশনকে কাজে লাগানো হয়নি। সবচেয়ে বড় কথা এই কাজে ড্রোন প্রযুক্তি ব্যবস্থাকেও ব্যবহার করা হচ্ছে। দূরব্যবস্থা পদ্ধতির মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর হাত দিয়ে এই ড্রোন প্রযুক্তি ব্যবহারের নমুনা দেখানো হয়। কফি চাষে ড্রোন ব্যবহারের এই প্রযুক্তিতে কফি বোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে কুইডিচ ইনোভেশন ল্যাব, স্টার্ক ড্রোনস-এর মতো সংস্থাও।